উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
১৪ এপ্রিল, ২০২২, 1:11 PM
NL24 News
১৪ এপ্রিল, ২০২২, 1:11 PM
উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনেএই ঘটনা ঘটে।
এর মধ্যে ২ জন ঘটনাস্থলে ও একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইনামুল ইসলাম (২৫), মোছা. হনুফা আক্তার (৩৫) ও মো. অনিক (১৮)।
এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: আখতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সাথে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে করে ফুফু ও দুই ভাতিজা কোথাও যাচ্ছিলেন। এসময় কাভার্ডভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইনামুল ইসলাম ও হনুফা আক্তার নামে দুজন মারা যায়। ঘটনা ঘটার পর চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।