NL24 News
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 1:18 PM
উত্তরবঙ্গ-ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে যাত্রী
নিজস্ব প্রতিনিধি : মহাসড়কে উত্তরবঙ্গ-ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েন বেশি। এ ছাড়া পণ্যবাহী ট্রাকে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরিবহণ শ্রমিকরা বলেন, সকাল টোলের কাছাকাছি পোঁছেছি অনেক ভোগান্তির পর। এখানে এসে আটকে রয়েছি যানজটের কারণে। ফলে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছি।
রাজধানীর শ্যামলী থেকে আসা বগুড়াগামী যাত্রী রহিমা বলেন, ভোর থেকে সড়কটিতে যানজট সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বসে থেকে শীতের মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, পরিবহণের চাপ থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।