উখিয়া শাহপুরী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন
২৯ অক্টোবর, ২০২২, 5:41 PM

NL24 News
২৯ অক্টোবর, ২০২২, 5:41 PM

উখিয়া শাহপুরী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন
কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে মহাসড়কে শাহপুরী হাইওয়ে থানার পক্ষ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করেন।
এবারের কমিউনিটি পুলিশিং দিবসের প্রতিপাদ্য হলো, ”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো: সাইফুল ইসলাম।
সভায় তিনি জনসাধারণ ও পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান।পাশাপাশি যত্রতত্র রাস্তা পার না হওয়ার জন্য পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন , হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করতে অনুরোধ জানান , এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সচেতন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য হেলাল উদ্দিন, উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পরিবহন মালিক,চালক,হেলপার,কন্ডাকটার সহ অন্যান্যরা।