উখিয়া বনবিভাগের দোছড়ি বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
০২ নভেম্বর, ২০২৩, 2:32 PM

NL24 News
০২ নভেম্বর, ২০২৩, 2:32 PM

উখিয়া বনবিভাগের দোছড়ি বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার অফিস :
কক্সবাজারের উখিয়া দোছড়ি বিটের খয়রাতিপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত ২ টি স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করেছে বন বিভাগ। ১৪-১৫ সালের বাগানে নতুনভাবে গড়ে উঠা দুটি টিনেরঘর দখল মুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার খয়রাতি পাড়ায় দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট অফিসার মো:সাজ্জাদুজ্জামান। তিনি জানান, খয়রাতিপাড়া এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বনের জায়গা দখলমুক্ত রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।
এছাড়া অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিটের সিপিজি, বাগান পাহাড়া দলের সদস্য ও ওয়ালাপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাছান।
@ তাহজীবুল আনাম //এনএল২৪ ডেস্ক //