উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 11:29 PM

NL24 News
১৭ ফেব্রুয়ারি, ২০২২, 11:29 PM

উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
আমিন উল্লাহ, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থেকে ৩ হাজার ইয়াবাসহ সৈয়দ হোসেন নামের একজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১৭ই ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) বিকালে উখিয়া থানা পুলিশের এসআই আল আমিন ও এএসআই আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে ৩ হাজার ইয়াবাসহ বালুখালী ছাড়া গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মোঃ সৈয়দ হোসেনকে (৩৫) আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে বলে পুলিশ সুত্রে জানা যায় ।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।