উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক
০৯ মার্চ, ২০২৩, 9:58 PM

NL24 News
০৯ মার্চ, ২০২৩, 9:58 PM

উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক
নুর মোহাম্মদ (কক্সবাজার অফিস)
কক্সবাজারের উখিয়া থাইংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি দল বৃহস্পতিবার ৯ মার্চ কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কামাল উদ্দিন নামে একজন মাদক কারবারীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি পালংখালী ইউনিয়ন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের থাইংখালী হাকিমপাড়া মৃত ইলিয়াসের পুত্র কামাল উদ্দিন (৩৫)।
ধৃত ব্যক্তি ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।