উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ
১১ মে, ২০২৩, 1:51 AM

NL24 News
১১ মে, ২০২৩, 1:51 AM

উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ
কক্সবাজার অফিস
উখিয়াতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বন-বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে রাজাপালং ও রত্নাপালং ইউনিয়নের পৃথক ৪টি অবৈধ করাতকল ও বিপুল পরিমাণ অবৈধ বনের কাঠ জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১০ মে) সকাল ১১ঘটিকার দিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি সালেহ আহমেদ ও উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে উখিয়ার রাজাপালং ইউনিয়ন এম ইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন ও জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে কাঠ ও করাত কল গুলো জব্দ করা হয়। তার মধ্যে রাজা পালং জাদিমুড়া এলাকার মৃত সিরাজুল কবির পুত্র সিরাজুল মোস্তফা’র ২ টি করাতকল। এবং রত্নপালং ইউনিয়নের কোর্টবাজার ভালুকিয়া রাস্তার মাথায় ২টি করাতকল এবং বিপুল পরিমান অবৈধ বনজ কাঠ জব্দ করা হয়েছে।
জব্দকৃত অবৈধ করাত কলের মালিক মৃত সিরাজুল কবিরের পুত্র সিরাজুল মোস্তফা’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে থাইংখালীতে অবৈধ পাহাড় কাটা, বালি উত্তোলন ও বন ভূমি ধংস করার অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি।
এই বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আমরা ৪ টি অবৈধ করাত কল ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছি। এই অভিযানে আমার সদর, দৌছড়ি,থাংইখালি বিট কর্মকর্তারাও অভিযানে অংশ নেন। এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে করাত কল বিধিমালা ২০১২ আইনে মামলার প্রস্তুতি চলছে।