ঢাকা ১৫ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
পটিয়া সরকারি হাসপাতালে কর্মচারীকে মারধর, মুছলেকা দিয়ে ছাড় পেলেন জাসাস নেতা নাছির ইসরায়েলে সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানাবে যেভাবে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর সুপারিশ সংস্কার কমিশনের চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা লক্ষ্মীপুরে বাসে গ্যাস রিফিলের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ ভারতে হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরলো টাইগাররা হিজবুল্লাহর হামলায় বিপর্যস্ত ইসরায়েলি সেনারা, নিহত ৪ হজের প্রাথমিক নিবন্ধন শেষ ২৩ অক্টোবর না ফেরার দেশে চলে গেলেন পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম

ঈদে সজল ও সারিকার উপস্থাপনায় ‘পাঁচফোড়ন’

#

১১ জুন, ২০২৪,  10:24 AM

news image
ছবি: সংগৃহীত

প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ দিনে প্রচারিত হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। আসন্ন ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে পাঁচফোড়নের বিশেষ পর্ব। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের পর্ব। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।

এতে গান থাকছে তিনটি। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই’ শিরোনামের দ্বৈতকণ্ঠের গানটি গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার। লুৎফর হাসানের লেখা একটি গান গেয়েছেন রাজীব। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানের ভিডিওতে রাজীবের সঙ্গে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন লিজা। 

অনুষ্ঠানে জাদুশিল্পী ম্যাজিক রাজিকের পরিবেশনায় থাকছে একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু, চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘চা খোর’ গরুর ওপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটিতে আরও দেখানো হয়েছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কর্মকাণ্ড। 

ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে দেখা যায় ফুল, ফল, শাকসবজির বাগান। আজকাল অনেক বাড়ির ছাদে বাগানের বদলে দেখা মিলছে গরুর। শহরে গড়ে ওঠা এমনই কিছু ছাদখামারের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

এ ছাড়া রয়েছে ঈদ নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসা প্রমুখ।

পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল