ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ঈদের আগে ছেলেরাও কেন পার্লারে ভিড় করছেন

#

নিজস্ব সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৫,  4:38 PM

news image
ছবি: সংগৃহীত

ঈদে নতুন পোশাকের পাশাপাশি নিজেকে পরিপাটি করতে রাজধানীর জেন্টস পার্লার ও সেলুনে ভিড় করছেন ছেলেরা। শেভ, হেয়ারস্টাইল, ফেসিয়াল থেকে শুরু করে বডি ম্যাসাজ—সবই এখন পুরুষদের রূপচর্চার চাহিদার তালিকায়। তবে শেষ মুহূর্তের এই ভিড় সামাল দিতে পার্লার কর্তৃপক্ষকে বাড়তি কর্মী নিয়োগ ও দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে।  

ধানমন্ডি, মিরপুর, বনানী ও গুলশানের বিভিন্ন পার্লারে গত কয়েকদিন ধরে চলছে ভিড়ের মৌসুম। ঈদের আগে চুল কাটা, দাড়ি ছাঁটা বা ফেসিয়ালের জন্য অনেকেই সারিবদ্ধ হচ্ছেন। চাকরিজীবী জাহিদ আরমানের মতো অনেকে শেষ মুহূর্তের ভিড় এড়াতে ঈদের চারদিন আগেই পার্লারে হাজির। তিনি বলেন, "চাঁদ রাতে সেলুনে ঢুকতেই পারা যায় না। তাই এবার আগেভাগেই চুল কাটালাম।"  

সেলুনগুলোতে চাহিদা বাড়ায় ঈদকে ঘিরে বাড়ছে সেবার দামও। সাধারণ চুল কাটায় ১২০ টাকা হলেও ডিজাইন কাটে খরচ ১৭০ টাকা। শেভ ১০০-১৩০ টাকা, ফেসিয়াল ৬০০ থেকে ৩,০০০ টাকা, আর চুল রঙ করাতে ৪০০-১,০০০ টাকা গুনতে হচ্ছে। এছাড়া গ্রাহকদের কাছ থেকে "ঈদ বকশিশ" চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কিছু পার্লারে।  

৩৫ বছর ধরে একই সেলুনে চুল কাটান মারুফ ইসলাম। তাঁর মতে, "নিয়মিত কারিগরই ভালো বোঝেন কোন স্টাইল মানাবে।" ঈদে ফ্রেশ লুকের জন্য শেষ মুহূর্তে সেলুনে ছোটার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, "চুল কাটলে আত্মবিশ্বাস বাড়ে, ঈদের আনন্দটাও আলাদা।"  

পার্লার মালিকরা জানিয়েছেন, শুধু চুল-দাড়ি নয়, বর্তমানে পুরুষরা ফেসিয়াল, ম্যানিকিউর-পেডিকিউর, হেয়ার স্ট্রেইটেনিং এমনকি সাদা চুল কালা করাতেও আগ্রহী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী