ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

ঈদের আগে ছেলেরাও কেন পার্লারে ভিড় করছেন

#

নিজস্ব সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৫,  4:38 PM

news image
ছবি: সংগৃহীত

ঈদে নতুন পোশাকের পাশাপাশি নিজেকে পরিপাটি করতে রাজধানীর জেন্টস পার্লার ও সেলুনে ভিড় করছেন ছেলেরা। শেভ, হেয়ারস্টাইল, ফেসিয়াল থেকে শুরু করে বডি ম্যাসাজ—সবই এখন পুরুষদের রূপচর্চার চাহিদার তালিকায়। তবে শেষ মুহূর্তের এই ভিড় সামাল দিতে পার্লার কর্তৃপক্ষকে বাড়তি কর্মী নিয়োগ ও দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে।  

ধানমন্ডি, মিরপুর, বনানী ও গুলশানের বিভিন্ন পার্লারে গত কয়েকদিন ধরে চলছে ভিড়ের মৌসুম। ঈদের আগে চুল কাটা, দাড়ি ছাঁটা বা ফেসিয়ালের জন্য অনেকেই সারিবদ্ধ হচ্ছেন। চাকরিজীবী জাহিদ আরমানের মতো অনেকে শেষ মুহূর্তের ভিড় এড়াতে ঈদের চারদিন আগেই পার্লারে হাজির। তিনি বলেন, "চাঁদ রাতে সেলুনে ঢুকতেই পারা যায় না। তাই এবার আগেভাগেই চুল কাটালাম।"  

সেলুনগুলোতে চাহিদা বাড়ায় ঈদকে ঘিরে বাড়ছে সেবার দামও। সাধারণ চুল কাটায় ১২০ টাকা হলেও ডিজাইন কাটে খরচ ১৭০ টাকা। শেভ ১০০-১৩০ টাকা, ফেসিয়াল ৬০০ থেকে ৩,০০০ টাকা, আর চুল রঙ করাতে ৪০০-১,০০০ টাকা গুনতে হচ্ছে। এছাড়া গ্রাহকদের কাছ থেকে "ঈদ বকশিশ" চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কিছু পার্লারে।  

৩৫ বছর ধরে একই সেলুনে চুল কাটান মারুফ ইসলাম। তাঁর মতে, "নিয়মিত কারিগরই ভালো বোঝেন কোন স্টাইল মানাবে।" ঈদে ফ্রেশ লুকের জন্য শেষ মুহূর্তে সেলুনে ছোটার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, "চুল কাটলে আত্মবিশ্বাস বাড়ে, ঈদের আনন্দটাও আলাদা।"  

পার্লার মালিকরা জানিয়েছেন, শুধু চুল-দাড়ি নয়, বর্তমানে পুরুষরা ফেসিয়াল, ম্যানিকিউর-পেডিকিউর, হেয়ার স্ট্রেইটেনিং এমনকি সাদা চুল কালা করাতেও আগ্রহী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী