ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
রামুতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনে টাকা ছিনতাই যুবক গ্রেফতার যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্বনাথের জাকারিয়া দুলাল বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্লে ফাইনডিং কালার প্রতিযোগিতায় আয়েশা আফরিনের ২য় অর্জন। ’’নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা’’ বিসিএ নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ জালিয়াতি করে মনোনয়নপত্র কিনছে সরকার: রিজভী যুক্তরাষ্ট্র পরাশক্তি, উপেক্ষা করতে পারি না: ড. এ কে আব্দুল মোমেন "গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল আহবায়ক কমিটি গঠন পটিয়ায় সংবর্ধিত মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়ায় নৌকার মাঝি মোতাহেরুল ইসলাম চৌধুরী

ঈদগড়-ঈদগাঁও সড়কে একজন অপহরণ : পুলিশের তৎপরতায় মুক্তি

#

১৯ মার্চ, ২০২৩,  12:39 AM

news image

নুর মোহাম্মদ রামু ( কক্সবাজার) 

কক্সবাজারের রামু উপজেলা ও ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে অপহরণ সংঘটিত হয়েছে। 

পরে পুলিশের তৎপরতায় মুক্তি মিলেছে অপহরণকারীর।


শনিবার ১৮মার্চ রাত আটটার কাছাকাছি সময়ে এই অপহরন ঘটনা ঘটে।


জানা যায়, ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড খন্দকার পাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদ এর দ্বিতীয় পুত্র রুহুল আমিন ঈদগাঁও থেকে ঈদগড় চলে আসার সময় সড়কের হিমছড়ি ঢালাই পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা ডাকাতরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি গতিরোধ করে তাকে নামিয়ে বন জঙ্গলে নিয়া যাই। 


এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অপহরণকৃত রুহুল আমিন কে, ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু মুক্তি পনের বিষয়টি ধোঁয়াশা রয়ে গেছে। একাধিক সূত্রের মাধ্যমে জানতে চাইলেও মুক্তিপণের বিষয়টি অবগত হওয়া যায়নি।  


এদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এর কাছে জানতে চাইলে, তিনি মুঠো ফোন রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


অপরদিকে প্রায় সময় সড়কে ডাকাতি, অপহরণ হওয়াতে চরম অসন্তোষ প্রকাশ করেন সড়কে চলাচল কৃত যাত্রী সাধারণ। 


এ বিষয়ে সড়কে চলাচলকৃত সকল গাড়ির ড্রাইভার ও যাত্রী সাধারণ আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি রাখার অনুরোধ  রাখেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল