ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৬ এপ্রিল, ২০২২, 12:18 PM

NL24 News
১৬ এপ্রিল, ২০২২, 12:18 PM

ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিনিধি : আজ শনিবার ভোরে টাঙ্গাইল উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে এক হাজার তিন পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটককৃত হলেন- মপাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে মহাবুল আলম (৩৫)। এসময় ৩ লাখ ৯০০ টাকা মূল্যের এক হাজার তিন পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।