আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আটক
৩১ মার্চ, ২০২২, 11:57 AM

NL24 News
৩১ মার্চ, ২০২২, 11:57 AM

আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আটক
নিজস্ব প্রতিনিধি : বুধবার চুয়াডাঙ্গার পৌর এলাকার মাঝেরপাড়ায় বিষাক্ত ইনজেকশন দিয়ে আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যা করেছে বাবা।
হত্যার অভিযোগে পিতা ইখলাছ উদ্দিনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইখলাছ উদ্দিন মাঝেরপাড়ার পলাশ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিশুটির নাম ইকবাল হোসেন।
শিশুর মা মিতা খাতুন বলেন, তিনি ইখলাছের দ্বিতীয় স্ত্রী। আড়াই মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকেই স্বামী ইখলাছ তাকে সন্দেহ করে এবং শিশুসন্তানটি তার নয় বলে দাবী করে আসছিলো। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে শিশুটি তার পিতা ইখলাছের কোলে ছিল। হঠাৎ কেঁদে উঠলে কাছে গিয়ে দেখতে পান শিশুটির বাম পা দিয়ে রক্ত ঝরছে।
তিনি অভিযোগ করেন, তার স্বামী পরিকল্পিতভাবে শিশুটিকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানান, বিষয়টি জানার পর শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় রাজশাহী নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে।