আসামী ধরতে গিয়ে হাতের কব্জি হারালো পুলিশ সদস্য
নিজস্ব সংবাদদাতা
১৫ মে, ২০২২, 2:52 PM

নিজস্ব সংবাদদাতা
১৫ মে, ২০২২, 2:52 PM

আসামী ধরতে গিয়ে হাতের কব্জি হারালো পুলিশ সদস্য
মোরশেদ আলমঃ- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হাতের কব্জি হারালো লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি।
এ ঘটনায় আরো দু'জন আহত হয়েছেন।
আজ রোববার (১৫ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোছাম্মৎ নাছিমা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়।
এ সময় তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে গেছে।
পুলিশ আরও জানায়, স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।