ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আলোর দ্বীনি মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে" আদর্শ শিক্ষা নিকেতন"

#

০৪ জানুয়ারি, ২০২২,  9:10 PM

news image

নিজস্ব প্রতিবেদক :

ক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড দক্ষিণ মহুরী পাড়ায় মনোরম পরিবেশে দন্ডায়মান  আদর্শ শিক্ষা নিকেতন একটি আধুনিক বিদ্যাপীঠ।এখানে বাংলা ইংরেজির পাশাপাশি আরবী শিক্ষাও বাধ্যতা মূলক করা হয়েছে।ধর্মীয় শিক্ষার ফাউন্ডেশন মজবুত করার পাশাপাশি কম্পিউটার শিক্ষার ক্ষেত্রেও পাঠদানের ব্যবস্থা রয়েছে। ১৩ জন অভিজ্ঞ শিক্ষক, কর্মচারী রাতদিন পরিশ্রম করে অত্যান্ত যত্ন সহকারে পাঠদান দিয়ে যাচ্ছে।গরীব মেধাবী ও এতিম শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়া লেখার ব্যবস্থা আছে । রয়েছে আবাসিক ব্যবস্থাও। ২০০৭ সালে প্রতিষ্টিত এই শিক্ষা প্রতিষ্টান  অনেক প্রতিকূল পরিবেশ পরিস্থিতি  উপেক্ষা করে  আজ এক অনন্য মাল্টিমিডিয়া  দ্বীনি প্রতিষ্ঠানে রুপ নিয়েছে ।  সকল বিভাগে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে নূরানী, হিফজুল কোরআন,  এবতেদায়ী শাখা ও মাধ্যমিক পর্যন্ত পাঠদান চলছে। বাংলাদেশের অন্যান্য কাওমী মাদ্রাসার মত  দেশী-বিদেশী অর্থ  সহায়তায় এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার মহিরুহে রুপ লাভ করেছে । ইতিমধ্যে শত শত শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেশ বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে পাশ করে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।  কিন্তু প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রাকে ব্যহত করার লক্ষ্যে এক শ্রেণীর অসাধু কুচক্রী মহল  আলোকিত  সমাজ ব্যবস্থার বিপরীতে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানের অর্জিত সূনাম ও ঐতিহ্য বিনষ্ট হচ্ছে। এতে  করে  শিক্ষক ও কোমল মতি শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি  হচ্ছে।ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। 


আদর্শ শিক্ষা নিকেতন এর পরিচালক  মওলানা আব্দুল করিম ও শিক্ষা পরিচালক মওলানা আসলাম জানান, আমাদের এই প্রতিষ্টানকে নষ্ট করার  জন্য  এক শ্রেণির নোংরা মানুষ ও দুর্বৃত্ত উঠে পড়ে লেগেছে।   শিক্ষার্থী ও শিক্ষকরা  দুর্বৃত্তদের  কারণে মাদ্রাসায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেনা। তবুও আমরা পাঠদান অব্যাহত রেখেছি। 
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই ইনশাআল্লাহ।  ধর্ম প্রিয় মুসলমান, স্থানীয় ধনাঢ্য  ব্যক্তি বর্গের প্রতি অনুরোধ  আপনারা পূর্বের ন্যায়  প্রতিষ্টানকে সহযোগিতা করবেন৷ 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী