ঢাকা ০৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার পটিয়ায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত ওসি জায়েদ নূরের বিরুদ্ধে সাংবাদিকের বিস্ফোরক বার্তা বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে

আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জুলাই, ২০২৫,  12:17 AM

news image

মোরশেদ আলম, পটিয়া,  চট্টগ্রাম: টানা আন্দোলন, অবরোধ আর চাপের মুখে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

ওসি অপসারণ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি। এই দাবিকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল পটিয়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল অংশে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে উভয় পাশে সৃষ্টি হয় ভয়াবহ যানজট, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

একই সময়ে চট্টগ্রাম নগরীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ডিআইজি কার্যালয়ের সামনে জাকির হোসেন সড়কে অবস্থান নেন ও বিক্ষোভ দেখান। দুই দফা অবরোধে প্রশাসনের ওপর বাড়ে প্রবল চাপ।

আন্দোলনের সূত্রপাত ঘটে মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা দীপঙ্কর দে-কে আটককে কেন্দ্র করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটে।

সবশেষে, প্রশাসনের পক্ষ থেকে ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করে আন্দোলনকারীদের অন্যতম দাবি পূরণ করা হলো। তবে এতে আন্দোলন পুরোপুরি স্থগিত হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী