ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

আলোকিত মানু্ষ হতে ইসলামী শিক্ষার বিকল্প নেই - নেজামে ইসলাম পার্টি

#

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  11:43 PM

news image

নুর মোহাম্মদ,রামু( কক্সবাজার অফিস ) 

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী বলেছেন, নবপ্রজন্মকে মানবিক চেতনার আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষাধারার বিকল্প নেই। কিন্তু একশ্রেণির জ্ঞানপাপীরা মানবসৃষ্টির সূত্রকে বানরের সাথে সম্পৃক্ত করে পাশবিক নগ্নতা ছড়িয়ে দিতে চায়। তারাই শিক্ষা সিলেবাসে বিবর্তনবাদ তত্ত্ব ও অবান্তর কল্প-কাহিনী সন্নিবেশিত করে নবপ্রজন্মের কোমল অন্তরে ইসলাম বিদ্বেষ সৃষ্টি  ও নাস্তিক্যবাদের বীজ বপনের গভীর চক্রান্ত করছে। নাস্তিক-মুরতাদ অপশক্তির সেই চক্রান্ত রুখতে দ্বীনি দাওয়াতের স্বচ্ছ মেজাযে ইসলামের শাশ্বত পয়গাম ছড়িয়ে দিতে হবে।


তিনি বাংলাদেশ নেজামে ইমলাম পার্টি রামু উপজেলা শাখার মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাকমারকুল ইউনিয়ন শাখা আমীর মাওলানা হাফেজ একরামুল হক, খুনিয়া পালং ইউনিয়ন শাখা সমন্বয়ক মাওলানা শওকত আলী, ফতেখাঁরকুল ইউনিয়ন অর্থ সম্পাদক মাষ্টার ইউছুফ নবী, দফতর সম্পাদক মাওলানা আজিজুল হক, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ প্রমুখ।

এ সভায় আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার নবগঠিত ইউনিয়ন কমিটি সমূহের পরিচিতি সভা আয়োজন এবং বাকি ইউনিয়নগুলোতে কমিটি নবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী