NL24 News
০৮ ফেব্রুয়ারি, ২০২২, 11:16 AM
আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালু
অনলাইন ডেস্ক : আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালুর চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, নতুন তিনটি যাত্রাপথের প্রথমটি হচ্ছে ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা। দ্বিতীয়টি হলো ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট এবং তৃতীয়টি হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এ তিন রুটে আমাদের ঢাকা নগর পরিবহনের কার্যক্রম বৃদ্ধি করবো। সে অনুযায়ী আমরা প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নেব।
তিনি আরও বলেন, এর আগে আমরা একটি করে রুট নির্ধারণ করতাম। এখন আমরা একসঙ্গে নতুন তিনটি রুটের কর্মপরিকল্পনা নিয়েছি। ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাসের আটটি রুটের মধ্যে প্রথমে আমরা একটি করেছি, এখন বাকি তিনটি রুট চালু করতে পারলে অন্যান্য বাস রুটের কাজ আরও সহজ হয়ে যাবে। এভাবে আমরা পুরো ঢাকা শহরের বাস রুট রেশনালাইজেশনের কাজ করব।
নতুন তিন যাত্রাপথ কবে নাগাদ চালু হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, এসব রুটে আরও ভালো সেবা দিতে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, তা জানতে পরামর্শকরা কাজ শুরু করেছেন।
আগামী সভায় তারা নতুন যাত্রাপথের প্রতিবেদন ও সুপারিশমালা কমিটির কাছে জমা দেবেন। পরে আমরা ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে দ্রুততার সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবো।