আরও একটা রাত বাবার কাছে কাটালাম: পেলের মেয়ে
২৫ ডিসেম্বর, ২০২২, 11:11 PM

NL24 News
২৫ ডিসেম্বর, ২০২২, 11:11 PM

আরও একটা রাত বাবার কাছে কাটালাম: পেলের মেয়ে
কিংবদন্তি পেলে তার ছেলে-মেয়ের সঙ্গে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন ইহুদি হাসপাতালে ‘বড়দিন’ উদযাপন করেছে। ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন পেলের ছেলে-মেয়ে। ছবিতে দেখা যাচ্ছে, পেলের মেয়ে কেলি নাসিমেন্টো হাসপাতালের বিছানায় তার বুকে মাথা রেখে সান্ত্বনা দিচ্ছেন। পেলের নাতনি সোফিয়াকেও এই ছবিতে দেখা গিয়েছে। সিএনএন
নাসিমেন্টো চলতি সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, এবার পুরো পরিবার হাসপাতালে পেলের সঙ্গেই বড়দিন উৎযাপন করবে।
গত শুক্রবার কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা এখনও লড়াই করে যাচ্ছি। আমাদের মনের জোর এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা এখনও আমাদের বাবাকে টিকিয়ে রাখতে পেরেছি। তার পাশে থেকে আমরা আরও একটি বড়দিন কাটাতে পেরেছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
পেলের ছেলে এডিনহো একজন ব্রাজিলিয়ান ফুটবলার এবং কোচ। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে এডিনহো তার বাবার হাত ধরে আছেন। তিনি লিখেছেন, বাবা, আপনি আমার একমাত্র শক্তি।