আমাকে গুম করে নিয়ে গেলেও আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন-স্বতন্ত্র প্রার্থী সামশুল হক
নিজস্ব সংবাদদাতা
১৮ ডিসেম্বর, ২০২৩, 9:57 PM

নিজস্ব সংবাদদাতা
১৮ ডিসেম্বর, ২০২৩, 9:57 PM

আমাকে গুম করে নিয়ে গেলেও আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিবেন-স্বতন্ত্র প্রার্থী সামশুল হক
চট্টগ্রাম -১২ পটিয়া সংসদীয় আসনে ঈগল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, ৩৩ বছর ধরে বিএনপি জামাতের দখলে থাকার পরে আ. লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে পটিয়া আসনটা উদ্ধার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আমি গত ১৫ বছরে সন্ত্রাসী মুক্ত একটি মডেল পটিয়া উপহার দিয়েছি।
এ সরকারের আমলে পটিয়ায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আরো ২ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে ছিলাম। মানুষ চায় আমি নির্বাচন করি, চলমান উন্নয়নকে সম্পন্ন করতে ঈগল মার্কায় ভোট চাই।
তিনি আরো বলেন আমি প্রতীক না পাওয়ার আগ পর্যন্ত কোন প্রচার প্রচারণায় ছিলাম না। নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের নৌকার মনোনয়ন পাওয়ার পর আমাকে একটা কল করার পর্যন্ত উনার সাহস হয়না। যখন তিনি নৌকার বিরুদ্ধে গিয়েছিল তখন কোথায় ছিল দল, সবাইকে আমার চেনা আছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চেয়ে বড় আ.লীগ সাজতে যাইয়েন না। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী।প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি স্বতন্ত্র প্রার্থী, যেখানে প্রধানমন্ত্রী চাই প্রতিদ্বন্দ্বিতামূলক সুষ্ঠু নির্বাচন সেখানে আপনি আমি কে।
তিনি বলেন, নৌকার প্রার্থী কার ইন্ধনে নির্বাচনে এসেছে নির্বাচন করছে তাও আমার জানা আছে। তারপরও আমি উনার জন্য দোয়া করি। আজ আমার কর্মী সমাবেশে আসার পথে অনেক কর্মীকে মেরে আহত করেছে বাধাগ্রস্ত করেছে। আমি কখনো এই সন্ত্রাসী মাস্তান কে প্রশ্রয় দিয়নি। আজ তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি জনগণের ভালবাসায় নির্বাচনে এসেছি, কেন্দ্র ভোটার আসবে আমরা আনব এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। আমাকে গুম করতে পারে, আমার উপর হামলা চালাতে পারে তবুও আপনারা ভয় না পেয়ে ঘরে বসে না থেকে আগামী ৭ তারিখ বিকেল ৪টা পর্যন্ত ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
তিনি সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার প্রধান নির্বাচনী আমজুর হাটস্থ হল ওকে কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় ও কর্মী সমাবেশে এসব কথা বলেন।
কর্মী সমাবেশে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা বিজন চক্রবর্তী, দেবব্রত দাশ দেবু, পটিয়া পৌর কাউন্সিলর বেলাল, চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, নাসির উদ্দিন প্রমুখ।
উপজেলা বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, থেকে কয়েক হাজার কর্মী সমার্থকরা মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগদান করেন।