সংবাদ শিরোনাম
নিজস্ব সংবাদদাতা
০৮ জুলাই, ২০২৪, 10:34 AM
আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার ভোর ৪টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানায়।
তিনি বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ৪টা ২০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন।’
এর আগে ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। ১১ দিন চিকিৎসা নেওয়ার পর ২ জুলাই তিনি বাসায় ফেরেন।
সম্পর্কিত