ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

আন্তঃজেলা ডাকাত দলের লিডার গ্রেপ্তার

#

২৩ মার্চ, ২০২৩,  11:28 PM

news image

চকরিয়া প্রতিনিধি  (কক্সবাজার) 

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রাম মহানগরীর পাঁচটি মামলায় পরোয়ানা রযেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামী আল আমিন চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মৃত মুসলিম আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা এলাকায় চট্টগ্রামের ডবলমুরিং,পাঁচলাইশ ও চকরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর দিকনির্দেশনা অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে থানার উপপরিদর্শক (এস আই) এস এম জামাল উদ্দিন চৌধুরী, এএসআই উত্তম কুমার ভৌমিক, এএসআই মো: মাসুদ রানা, এএসআই মো: মামুনুর রশিদের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে

আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিন (৩২) নামে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং, পাঁচলাইশ ও চকরিয়া থানাসহ ৫টি মামলায় পরোয়ানা জারি করা হয়। এছাড়াও আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (উপপরিদর্শক) রাজীব চন্দ্র সরকার বলেন, থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের গ্রুপ লিডার আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চকরিয়া ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি থানায় একাধিক ডাকাতি মামলায় পরোয়ানা রযেছে। ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী