আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করবেন বললেন : পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন
১৬ ফেব্রুয়ারি, ২০২৩, 9:03 PM
NL24 News
১৬ ফেব্রুয়ারি, ২০২৩, 9:03 PM
আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করবেন বললেন : পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন আনোয়ারুজ্জামান চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, তিনি কাজের লোক। এতোটুকু বলতে পারি তিনি নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কাজ করবেন। তিনি আরো বলেন, জনগনের মঙ্গলের জন্য শেখ হাসিনা সবসময় অগ্রসর। সিলেট-ঢাকা ৬ লেন হচ্ছে, হাসপাতালে উন্নয়ন হয়েছে। শহরেরও অনেক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, সিলেটে বিএনপিদলীয় মেয়র হলেও প্রধানমন্ত্রী তাকে টাকা দিচ্ছেন, কারণ, প্রধানমন্ত্রী দল দেখেন না, তিনি দেশের মঙ্গল চান। এমনকি বিদেশিরাও প্রধানমন্ত্রীর সাফল্যে মুগ্ধ। তারাও বাংলাদেশের উন্নয়নে সহযোগীতা করতে চান। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সহযোগীতায় দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট নগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ার অংগীকার করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীর সহযোগীতায় ৫ হাজার নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি তুলে দেয়া হয়।