ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আনোয়ারায় রাতের আঁধারে ফসলি জমি দখলের চেষ্টা

#

নিজস্ব সংবাদদাতা

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  1:15 AM

news image
দখলকৃত জমি। যা আগে তিন ফুট উঁচু করে সীমানা দেওয়াল ছিলো ।

চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওবুলডেজার দিয়ে জোর পূর্বক ভূমি দখলের অভিযোগ ওঠেছে একদল ভূমি দস্যুর বিরুদ্ধে।

শুক্রবার ভোর রাতে উপজেলার চাতরী গ্রামে দখলকৃত জমির দেওয়াল ভেঙে পেলে সন্ত্রাসীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে আশপাশের লোকদের ভয়ভীতি প্রদর্শন করে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানায়, এই জায়গার মালিক জামাল রশিদ খোকনের বলে জানি আমরা। এখানে তারা বহুদিন আগে মাটি ভরাট করে দেওয়াল দিয়ে রেখেছে। গতকাল রাত দুইটা তিনটার দিকে দেখি প্রায় শ দেড়শ লোকজন এসে বুলডেজার দিয়ে সীমানার প্রাচীর ভেঙে পেলে। এসময়ে কেউ প্রতিবাদ করতে চাইলে তাদেরকে মারদর করার হুমকি প্রদর্শন করে।

স্থানীয়রা জানায়, এই জায়গার মালিক জামাল রশিদ খোকনের বলে জানি আমরা। এখানে তারা বহুদিন আগে মাটি ভরাট করে দেওয়াল দিয়ে রেখেছে। গতকাল রাত দুইটা তিনটার দিকে দেখি প্রায় দেড়শ লোকজন এসে বুলডেজার দিয়ে সীমানার প্রাচীর ভেঙে পেলে। এসময়ে কেউ প্রতিবাদ করতে চাইলে তাদেরকে মারদর করার হুমকি প্রদর্শন করে।

জায়গার মালিক, জামাল রশিদ খোকনের অভিযোগ, এই জায়গাটি আমরা প্রথমে ২০২১ সালে রেজিস্টার বায়না করি। পরবর্তীতে আমরা জায়গাার কবলা গ্রহণ করি। প্রায় দুই বছর পরে এসে এলাকার ভূমি দস্য হিসেবে চিহ্নিত জসিম, আব্দুল হক, রাহুল ধররা এসে জায়গাটি তাদের দাবি করে। বিষয়টি আদলতে মামলা চলমান থাকায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা ভূমি কমিশনার, সরকারি সার্ভেয়ার পরিমাপ করে আমাদের পক্ষে রায় দিয়েছে। পরবর্তীতে আরেকটা তাং দিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তারা জরব দখল করে আমার সম্পত্তি কেড়ে নিতে চাই।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, জায়গাটির উপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। যেহেতু রাতের আধারে বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়েছে, সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী