আনোয়ারায় পূজা মণ্ডপে ভূমিমন্ত্রীর অর্থ সহায়তা
নিজস্ব সংবাদদাতা
২১ সেপ্টেম্বর, ২০২২, 10:34 PM

নিজস্ব সংবাদদাতা
২১ সেপ্টেম্বর, ২০২২, 10:34 PM

আনোয়ারায় পূজা মণ্ডপে ভূমিমন্ত্রীর অর্থ সহায়তা
আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে উপজেলার ২৫৫টি পূজা মণ্ডপে ভোগ্যপণ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমে ভূমিমন্ত্রীর পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, জসিম উদ্দিন চৌধুরী, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী, ইয়াসিন হিরো, সাগর মিত্র, অনুপম চক্রবর্তী বাবু, উৎপল সেনসহ বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ ।