আনোয়ারায় মঠ মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
নিজস্ব সংবাদদাতা
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 1:00 AM

নিজস্ব সংবাদদাতা
১৯ ফেব্রুয়ারি, ২০২২, 1:00 AM

আনোয়ারায় মঠ মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
আনোয়ারা উপজেলায় ১১ইউনিয়নের সকল মঠ মন্দির-ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এম.এম. দিদারুল ইসলাম সিকদার।
সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৭ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর , উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. হরিপদ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সাগর মিত্র , আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্ৰবৰ্ত্তী বাবু ।
এই সময় বক্তারা অবিলম্বে উপজেলার সকল মঠ মন্দিরে বিশেষ সিসি ক্যামেরা ও রাত্রিকালীন লাইট এর ব্যবস্থা করার দাবি জানান।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার তার বক্তব্যে বলেন-মঠ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখলে পুলিশকে খবর দিন। তিনি আইন-শৃংখলা রক্ষায় সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।