ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব হলো ছয় পরিবার

#

নিজস্ব সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  7:13 PM

news image
মধ্যে রাতে বসতঘরে আগুন সব পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন শরীফ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছয়টি বসতঘর ভস্মিভূত হয়েছে।ফলে খোলা আকাশের নিচে নিঃস্ব অবস্থায় ক্ষতিগ্রস্তরা

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ২০মিনিটের দিকে গোবাদিয়া ওয়ার্ডের মিন্নত আলি হাট এলাকার ইয়াসিন খাঁর বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। 

তবে সব কিছু পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টা ১৫ এর দিকে পাশের ঘরের মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা ঘুমন্তদের উদ্ধারে সহযোগিতায় এগিয়ে আসে ।   

ক্ষতিগ্রস্ত মোশারফ আলী জানান, আমাদের পরিবার গুলোর সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে হাঁস মুরগীসহ ছয়টি বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরের নতুন ফ্রিজ,স্বর্ণ,নগদ টাকা সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২-১৫ লক্ষ টাকা মতো হবে। একই কথা বললেন ক্ষতিগ্রস্ত আবদুর রশীদ, নুরুল আলম, মনোয়ারা বেগম, মো. ইউসুফ আলী ও মোখতার আহমেদ।


এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, রাত ২টা ৪৫ মিনিটে খবর পেয়ে ৩টায় গিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। তারপর একটানা আরাই ঘন্টা মতো প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লেগে ছয়টি ঘর, ছয়টি রান্নাঘর, একটি গোয়ালঘর পুড়ে যায়। আনুমানিক ক্ষয়ক্ষতি ৫ লাখের উপরে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ছুটে যান এবং নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা দেন।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী