নিজস্ব সংবাদদাতা
১৬ জানুয়ারি, ২০২২, 6:54 PM
আনোয়ারায় পুড়ানো হলো ৪লক্ষ ৭০হাজার টাকার অবৈধ জাল
আনোয়ারা প্রতিনিধিঃ- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোষ্টগার্ড সিজি স্টেশন গহিরা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ কম্বিং অভিযানে ১০ হাজার মিটার অবৈধ জাল পুড়ানো হয়েছে। জব্দকৃত জালসমূহের আনুমানিক মূল্য ৪,৭০,০০০টাকা।
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আবদুস ছাত্তার নেতৃত্বে এই সাঙ্গু মোহনা থেকে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে এইসব জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম,বাংলাদেশ কোষ্টগার্ড সাঙ্গু,গহিরা, রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার ও এফ.এ জাহেদ আহমেদ, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
অভিযানের বিষয়ে উপজেলা মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম জানান, সাগরে জীব বৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষার্থে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে ।এটা ছিলো চলতি বছরের দ্বিতীয় ধাপের ২য় দিনের অভিযান। অভিযানে বঙ্গোপসাগর থেকে ৯টি বেহুন্দী জাল ও দুইটি চরঘেরা জাল জব্দ ও পুড়িয়ে ফেলা হয় । অভিযান চলমান থাকবে।