নিজস্ব সংবাদদাতা
২৮ জানুয়ারি, ২০২২, 10:09 PM
আনোয়ারায় পাঁচ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল
আনোয়ারা প্রতিনিধিঃ- চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সম্মিলিত বিশেষ কম্বিং অভিযানে ৫ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বঙ্গোপসাগর, উঠান মাঝির ঘাট ও ব্যাঘের ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে এইসব জাল জব্দ করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বার আউলিয়া পুলিশ ফাঁড়ির এ.এস.আই কামাল উদ্দিন, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক , বাংলাদেশ নৌ- পুলিশ ।
অভিযানের বিষয়ে উপজেলা মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকারক অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এটা ছিলো চলতি বছরের তৃতীয় ধাপের ১য় দিনের অভিযান। অভিযানে ৫টি বেহুন্দী জাল জব্দ করে ও পুড়িয়ে ফেলা হয়। অভিযান অব্যাহত থাকবে।