আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
০৭ এপ্রিল, ২০২২, 9:42 AM

NL24 News
০৭ এপ্রিল, ২০২২, 9:42 AM

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ গ্যাসলাইন ও সার্ভিস গ্যাসলাইনের জরুরি কাজের জন্য এই গ্যাস থাকবে।
গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এসময় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।