NL24 News
০৯ ফেব্রুয়ারি, ২০২২, 12:33 PM
আজ থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন
অনলাইন ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে দেশের সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে অর্ধেক আসনের টিকিট মিলবে রেল স্টেশনের কাউন্টার থেকে আর অর্ধেক আসনের টিকিট পাওয়া যাবে অনলাইনে।
গত সোমবার নতুন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।
রেলওয়ে সূত্র জানায়, করোনা সংক্রমণ হঠাৎ বাড়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন শুরু হয়। তবে চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা সরদার শাহাদাত বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। টিকিটও বিক্রি হবে শতভাগ। তবে ট্রেনে চলাচলকারী যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। একই সাথে আন্তঃনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করা হবে।