ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই

#

১৩ ডিসেম্বর, ২০২১,  10:00 PM

news image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত আবু আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার। এই দুর্ঘটনায় বসতবাড়ি ছাড়াও গবাদি পশু হাঁস মুরগী পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহেদুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম আরও জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দুরে খেতের কাজে যায়। সকাল ১১টার দিকে নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুড়ে যায় তিন বসতবাড়ি ও গবাদিপশু হাঁস-মুরগী, মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও এর আগেই তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, পরিবারের লোকজনের অবর্তমানে মূহুর্তেই তিন ভাইয়ের বসতভিটা পুড়ে যায়। একই সাথে গৃহপালিত পশু-পাখি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল