ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আগামী বছর বাংলাদেশ সফরে আসবেন সৌদি যুবরাজ সালমান

#

১৯ নভেম্বর, ২০২২,  9:36 PM

news image

আগামী বছর বাংলাদেশ সফরে আসবেন সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান বিষয়টি নিশ্চিত করেন। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। সৌদি রাষ্ট্রদূত জানান, মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। মোহাম্মদ বিন সালমান ২০২৩ সালের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। তার সফরটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ বলেন, ১৯৮৫ সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ঢাকা সফরের পর এটিই কোনো সৌদি যুবরাজের প্রথম বাংলাদেশ সফর। সুতরাং এই সফর দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফরের তারিখ ও সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে। রাষ্ট্রদূত আশা করেন, সৌদি যুবরাজের সফরের সময় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। যেগুলো দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে।বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৌদি যুবরাজের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারিত হবে।জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরবের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও উচ্চ থেকে উচ্চতর হচ্ছে।বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং হালাল খাদ্য শিল্পে বিনিয়োগসহ বিভিন্ন খাতে আরও সৌদি বিনিয়োগ আহ্বান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৌদি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ করে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ করতে প্রস্তুত।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। সৌদি আরব যদি এখানে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী