ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি স্থগিত পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর মারা গেছেন জাতীয় কবির নাতি বাবুল কাজী আগামীকাল শপথ নেবেন ট্রাম্প, প্রথম দিন কী করবেন বাংলাদেশে এসে গাছ কাটার জন্য বিএসএফের দুঃখ প্রকাশ শরণার্থীদের দাবি মেনে ম্যানস্টনে তদন্তের ঘোষণা যুক্তরাজ্যের হোম অফিস টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

ডিএমপিতে ২৮ পুলিশ কর্মকর্তার বদলি ও চার থানায় নতুন ওসি

#

নিজস্ব সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৪,  2:55 PM

news image
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এছাড়া রাজধানীর চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মো. আমিরুল ইসলামকে কামরাঙ্গীরচর থানা, মো. মোকাম্মেল হককে রূপনগর থানা, মোহসীন উদ্দিনকে নিউ মার্কেট থানা ও মো. আব্দুল আলিমকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অ্যাডমিন গোয়েন্দা সাইবারে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনকে গোয়েন্দা লালবাগ বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী আবু সাঈদকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে ডিএমপির গুলশান জোনে, সহকারী পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে তেজগাঁও জোনে, সহকারী পুলিশ কমিশনার ফারহানা মৃধাকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ডিএমপি  সদরদপ্তরে সংযুক্ত, 

সহকারী পুলিশ কমিশনার মো. রায়হান উদ্দিন মুরাদকে ট্রাফিক মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে উত্তরা জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে ডিএমপির মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সাকিবুল আলম ভুইয়াকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে ডিএমপির নিউমার্কেট জোনে, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমাকে লালবাগ জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম খানকে গুলশান বিভাগে বদলি বা পদায়ন করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী