ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

আগামীতে বেকারদেরও ভাতা দেয়া হবে-- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

#

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  9:25 PM

news image

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি‌ বলেছেন নারী যারা ৬২ বছরের উপরে এবং পুরুষ যারা ৬৫ বছরের উপরে তারা সবাই বয়স্ক ভাতা পাচ্ছেন। আজকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতাও দেওয়া হচ্ছে। আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা আইনও পাস করেছি বেকার ভাতাও দিবো আগামীতে। 

মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন,  ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওয়ানগালা উৎসব জাতীয় উৎসবেরই একটি অংশ। আমরা এটা অস্বীকার করতে পারিনা। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকল শ্রেণীর মানুষ, সকল গোত্রের মানুষ, সকল জাতিসত্তার মানুষের জীবন উন্নয়নে কাজ করছেন। আমরা একটি স্মার্ট বাংলাদেশের মাধ্যমে সকল জাতিকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী দিনে এ দেশ হবে একটি সমৃদ্ধশালী দেশ। শিক্ষায়, খাদ্যে, সংস্কৃতিতে এ দেশ থাকবে স্বয়ংসম্পূর্ণ। 


অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়জ আহমেদ, পপ সঙ্গীতশিল্পী মেহরীন আফরোজ, দুর্গাপুর পৌর মেয়র আব্দুস সালাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোজ্ঞ ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেন অতিথিরা। 


মূলত নতুন ফসল ঘরে তোলার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায় মিসি সালজং এর উদ্দেশ্যে ফসল উৎসর্গ করেন। বছরের নভেম্বরের শেষের থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই উৎসব পালিত হলেও এই অঞ্চলের মানুষ হয় এ সময় বড়দিনের উৎসব থাকায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই উৎসব পালন করেন। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী