ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন একদিনে আরও ৩১৭ জনের ডেঙ্গু শনাক্ত মহান শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ মুসলিম মিল্লাতের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ‘তুদের বিপ্লব শেষ’ বলেই পেটানো হয়, হাসপাতালে কাতরাচ্ছে রিদুয়ান সিদ্দিকী আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার পটিয়ায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত ওসি জায়েদ নূরের বিরুদ্ধে সাংবাদিকের বিস্ফোরক বার্তা বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার

আইসিসি থেকে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

#

নিজস্ব সংবাদদাতা

১১ মার্চ, ২০২৪,  1:33 PM

news image

সদ্যসমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা খুব একটা ভালো কাটেনি তার। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আউট হয়ে সাজঘরে ফেরার পথে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। যার ফলে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন এই ডান হাতি ব্যাটার।

গত শনিবার সিলেটে তিন ম্যাচ সিরিজের অলিখিত ফাইনালে রান তাড়ায় দলের বিপর্যয়ে গোল্ডেন ডাক মারেন হৃদয়। নুয়ান তুশারার হ্যাটট্রিক গড়ার পথে হৃদয় দ্বিতীয় আউট হয়েছিলেন দুর্দান্ত এক আউটসুইং ডেলিভারিতে। এর পরই মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান বাংলাদেশি এ ব্যাটার। সেটা তখনই শেষ হয়ে যায় ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে। তবে আইসিসির নিয়ম ভঙ্গ করে শাস্তি পেয়েছেন হৃদয়।

সোমবার (১১ মার্চ) এক বিবৃতি দিয়ে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারায় বলা আছে- খেলোয়াড় বা খেলোয়াড়দের সমর্থন করেন এমন কারো সঙ্গে স্পিরিট অব দ্য গেমের পরিপন্থী কিছু করা যাবে না। তৃতীয় টি-টোয়েন্টিতে নুয়ান থুসারার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি তেড়ে যেতে দেখা যায় হৃদয়কে।

এমন অপরাধের জন্য হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে আবারও কোনো অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হৃদয়। বাংলাদেশি এই ক্রিকেটার নিজের অপরাধ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।

অন ফিল্ড আম্পায়ার সরফদ্দৌল্লা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল শাস্তি কার্যকর করেন। লেভেল-১ ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি তিরস্কার ও সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ অবধি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী