NL24 News
১২ ফেব্রুয়ারি, ২০২২, 10:35 AM
অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— অ্যাম্বুলেন্সচালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর দগ্ধ হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
অ্যাম্বুলেন্সচালক মো. মামুন জানান, রায়েন্দাবাজারের ফেরিঘাট এলাকায় শ্বাসকষ্টের এক রোগীর জন্য অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন তিনজন। বাড়িতে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে সিলিন্ডারটি নামানোর সময় সেটি বিস্ফোরিত হয়। এত তিনিসহ আরও দুজন দগ্ধ হন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, দগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।