NL24 News
০৭ জানুয়ারি, ২০২২, 4:47 PM
অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করলো র্যাব
কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৭ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর পাহাড়ে এ অভিযান চালায় র্যাব-১৫ এর একটি চৌকস দল।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।
র্যাব -১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।