ঢাকা ২৩ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন এখনও আগের মতো অবস্থা, এটা আবু সাঈদ-রুদ্র-মুগ্ধদের রক্তের সঙ্গে বেইমানি যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা, বাংলাদেশে প্রভাব কী? নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন ব্যবসায়ীরা কেন ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে বিনিয়োগ করেন সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী

অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করলো র‍্যাব

#

০৭ জানুয়ারি, ২০২২,  4:47 PM

news image

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৭ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর পাহাড়ে এ অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি চৌকস দল।


 র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।



র‌্যাব -১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। 


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান  র‌্যাবের এ কর্মকর্তা।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল