ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

অসাম্প্রদায়িক পটিয়া গড়তে নৌকার বিজয় নিশ্চিত করুন-মোতাহেরুল ইসলাম

#

নিজস্ব সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২৩,  6:27 PM

news image

মোরশেদ আলম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আ’লীগের মনোনীত নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, এই নৌকা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামীলীগ ও জনগনের নৌকা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ সরকার গঠন করে এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। তাই কোনো ষড়যন্ত্রই নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

তিনি আরো বলেন, পটিয়ার বিট্রিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের মহান মুক্তিযুদ্ধে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খৃস্টানসহ সকল ধর্মের মানুষ সম্মিলিত ভাবে দেশের অধিকার আদায়ে কাজ করেছে। পটিয়াকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মের জনগনের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন কাজ করা হবে। অসাম্প্রদায়িক পটিয়া গড়তে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে। তিনি সকলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। তিনি গতকাল শনিবার একটি কমিউনিটি সেন্টারে পটিয়া বৌদ্ধ সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। 

পটিয়া বৌদ্ধ সমাজের প্রতিনিধি শৈবাল বড়–য়া’র সভাপতিত্বে ও সরিৎ চৌধুরী সাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটি’র সদস্য সত্যজিৎ দাশ রুপু, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ঋষি বিশ্বাস, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, মহাসচিব সীমাজু বড়ুয়া, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল, বৌদ্ধ সমাজ প্রতিনিধি সুপ্রিয় বড়–য়া রূপম, উজ্জল চৌধুরী চন্দন, অশোক বড়ুয়া বাবু, অনুজ বড়ুয়া, লিটন বড়ুয়া, এডভোকেট রিকতা বড়–য়া, মৃনাল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী