ঢাকা ১০ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট, ঝুঁকিতে নিরাপত্তা সিরিয়ান আশ্রয়প্রার্থীদের আবেদন স্থগিত করলো যুক্তরাজ্য কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয় মংডুর দখল নিলো আরকান আর্মি, নাফ নদীতে সতর্কতা জারি গোলানের পর এবার হারমন নিয়ন্ত্রণে নিল ইসরায়েল সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা আবারও রিমান্ডে পলক লন্ডনে শেখ হাসিনার সমাবেশে প্রকাশ্যে সাবেক মন্ত্রী-সাংসদরা উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবসরে জাচ্ছেন ফ্রান্সের ৩৭ বছর বয়সি জিরু

#

ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই, ২০২৪,  1:33 PM

news image
ছবি: সংগৃহীত

ইউরো জিতে ক্যারিয়ারে অর্জনের ঝুঁলিটা পূর্ণ করতে চেয়েছিলেন অলিভিয়ের জিরু। তবে তার দল ফ্রান্স স্পেনের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলে স্বপ্নভঙ্গ হয় তার। আবেগী জিরু সেদিন আর আনুষ্ঠানিকভাবে অবসর জানাতে পারেননি। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা এই কিংবদন্তি ফুটবলার।

নিজের অবসর নিয়ে ইনস্টাগ্রামে জিরু লিখেছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি হলো। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি কেবলই ব্লুসদের (ফ্রান্স) সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়ায়, বিদায় বেলায় তার ওপর আস্থা রাখার জন্য কোচ দিদিয়ের দেশমকে ধন্যবাদ জানিয়েছেন এই ৩৭ বছর বয়সী ফুটবলার। বলেন, ‘দিদেয়ের দেশমের অধীনে আমরা অবিচ্ছেদ্য একটি ব্যান্ড ছিলাম। আমার প্রতি আস্থা রাখার জন্য তাকে ধন্যবাদ। উত্থান-পতনের সময়েও তিনি আমাকে সমর্থন করেছেন, যে কারণে আমি ব্লুসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পেরেছি।’

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন জিরু। সবশেষ কাতার বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে খেলেছেন ফাইনাল। ২০১১ সালে অন্তর্জাতিক অভিষেকের পর সব মিলিয়ে মোট ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিরু। যেখানে তার গোল ফ্রান্সের রেকর্ড ৫৭টি। এ তালিকায় তার পরে অবস্থান থিওরে হেনরি (৫১) ও কিলিয়ান এমবাপ্পে (৪৮)। এছাড়াও ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি রয়েছে জিরুর।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল