ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

অপরাজনীতির রাহু গ্রাস থেকে হাইদগাঁও স্কুলকে বাচাঁন

#

নিজস্ব সংবাদদাতা

১২ মে, ২০২৩,  6:23 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাওঁ উচ্চ বিদ্যালয়ের নানা সমস্যা ও ও সংকট মোকাবেলায় শুক্রবার সকালে পটিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাইদগাওঁ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন আজ আমাদের প্রিয় বিদ্যাপিট হাইদগাওঁ স্কুল চরম সংকটময় পরিস্থিতিতে। একজন স্কুলের প্রধান শিক্ষককে রুমে তালা লাগিয়ে বাইরে বসিয়ে রাখা খুবই অসম্মানজনক ও অসৌজন্যমূলক। গত ম্যানেজিং কমিটির নির্বাচন নানা অনিয়মের পর ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত মজুমদার। নির্বাচনের পর থেকে বিভিন্ন অনিয়ম অপরাজনীতে এই স্কুল। সহকারী প্রধান শিক্ষক শ্যামল দে ও কমিটির যোগসাজশে প্রধান শিক্ষক  নুরুল ইসলাম শরীফকে সরিয়ে শ্যামল দে কে প্রধান শিক্ষক করতে এই তৎপরতা। তাদের রাজনীতির স্বীকার কোমলমতি শিক্ষার্থীরাও। 

গতবারের এসএসসি পরীক্ষায় ২২৩ এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৮৬ জন অকৃতকায হয়। বিদ্যালয়ের সংকটপন্ন সময়ে আমাদের বিবেককে তাড়া দেয়। এই স্কুলে বিভিন্ন সমস্যা লেগে আছে। শিক্ষক ও কমিটি তাদের ব্যক্তিগত স্বার্থ  হাসিলের উদ্দেশ্য বিদ্যালয়কে হাস্যরসে পরিণত করেছে, বিগ্ন করছে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ। আমরা এই সমস্যা ও অপরাজনীতির রাহু গ্রাস থেকে নিরসন চাই। পড়ালেখার সুষ্ঠু পরিবেশ চাই। এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ  সামশুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করে বলেন,  প্রধান শিক্ষক যদি দোষী হয় তার বিরুদ্ধে সুষ্ঠু , নিরপেক্ষ তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরো বলেন বিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার স্বার্থে সহকারী প্রধান শিক্ষক শ্যামল দে ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফের অপসারণ চাই। চলমান পরিস্থিতির সমাধান না হলে আমার  হাইদগাওঁ ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ  অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচী দিব। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করেছি। এ অন্যায় অনিয়মে আমরা বসে থাকব না। 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দীক আহমদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা বিমল দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা আসেন্দু দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা স্বপণ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী