অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা
নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৫, 6:46 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৫, 6:46 PM

অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও নগদ টাকা হারিয়েছেন এক বৃদ্ধা। রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধার নাম কৃষ্ণা চক্রবর্তী, তার স্বামী দেব দুলাল ভট্টাচার্য। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কৃষ্ণা চক্রবর্তী বলেন, পটিয়া থানার মোড়ে পৌঁছালে এক ব্যক্তি তাকে বলেন, “বিনামূল্যে কিছু দিচ্ছি, আপনি পোস্ট অফিসে আসেন, ফিঁঙ্গার দিতে হবে।” ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে পোস্ট অফিস এলাকায় যান। সেখানে প্রতারক ব্যক্তি ‘ফিঁঙ্গার দেওয়ার’ অজুহাতে বৃদ্ধার কানে ও গলায় থাকা স্বর্ণালংকার খুলতে বলেন। বৃদ্ধা তার কথামতো গয়না খুলে দেন। এসময় তার ব্যাগে থাকা ৪ হাজার ৪০০ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে প্রতারক পালিয়ে যায়।
এই বিষয়ে জানতে চাইলে, পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।