অগ্নিকান্ডে সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ১৩ পরিবার
নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট, ২০২২, 4:35 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট, ২০২২, 4:35 PM

অগ্নিকান্ডে সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ১৩ পরিবার
মোরশেদ আলম, পটিয়া:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার খোলা আকাশের নিচে খুবই মানবেতর জীবন যাপণ করছে। সব সম্বল হারিয়ে প্রায়ই নিঃস্ব হয়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বিভিন্ন মহল থেকে ত্রাণ সামগ্রী দিলেও মাথা গুজার টাই টা কেউ করে দেইনি এখনো। তবে বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে মাথা গুজার টাই করে দিবেন বলে প্রতিশ্রæতি দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসেম।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, মেম্বার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মেম্বার জসিম উদ্দিন, নাসিমা আক্তার, সেলিনা আক্তার, আবু তালেব আলমদার, মো. মাহাবুবুল আলম, পাভেল বিশ্বাস, নিজাম, রোজি আক্তার, রোশন আরা রুজি, কাজী জোবাইদা রোকসানা, ময়ওরী আক্তার, ফাতেমা বেগম ও শেফালী রুদ্র প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে চাল, ডাল, আলু, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের লেলিহান শিখায় তাদের কোনো সম্বল তারা বের করতে পারেনি। তারা জানান, তারা প্রত্যেকেই জেলে পরিবার, কোনো রকম দিনে আনে দিনে খাই। তাদের মাথা গুজাই টাই টা যদি কেউ করে দেই তাহলে তারা খুবই উপকৃত হবেন।
মেম্বার সমিতির সভাপতি আবুল হাসেম জানান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গিকার নিয়ে মেম্বার সমিতি গঠন করা হয়। এই সমিতির সকল সদস্যরা অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় আছে এবং থাকবে। তিনি জানান, কচুয়াই যে ঘরবাড়ি গুলো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা নির্মাণ করে দেওয়ার জন্য কেডিএস গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মামাকে বলেছি উনি আমাদের কে এই ঘর বাড়ি গুলো করে দিতে সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্দ্দার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুঁড়ে ছাই হয়ে যায় ১৩ টি বসতঘর।