"পটিয়ায় ফের ছুরিকাঘাতের শিকার রিকশাচালক, মৃত্যু শঙ্কায় চমেক”
নিজস্ব সংবাদদাতা
০১ অক্টোবর, ২০২৫, 9:59 PM

নিজস্ব সংবাদদাতা
০১ অক্টোবর, ২০২৫, 9:59 PM

"পটিয়ায় ফের ছুরিকাঘাতের শিকার রিকশাচালক, মৃত্যু শঙ্কায় চমেক”
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় ফের ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাখাওয়াত হোসেন (২০) নামে এক রিকশাচালক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার সূচক্রদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মৃত্যুশঙ্কায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের বন্ধু মো. আলমগীর জানান, রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সাখাওয়াতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা রাব্বি বলেন, “আহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।”
আহত সাখাওয়াত হোসেন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার কালু মিয়ার ছেলে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর রাতে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় রিকশা ছিনতাইয়ের সময় খুন হন মো. সদিয়া (৩৫) নামে এক রিকশাচালক। যাত্রী সেজে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।
ঘটনার পরদিন শত শত রিকশাচালক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। তবে তিন সপ্তাহ পার হলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি, আসামিরাও অধরা থেকে গেছে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এক মাসের ব্যবধানে পরপর দুই রিকশাচালক ছিনতাইকারীর হামলার শিকার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, পুলিশের দৃশ্যমান তৎপরতা থাকলেও কার্যকর অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে।
রিকশাচালক দেলোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আন্দোলন করলাম, আশ্বাসও পেলাম। কিন্তু ভাইয়ের হত্যাকারীরা ধরা পড়েনি। আজ আবার আরেকজনকে ছুরিকাঘাত করা হলো। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।”