‘ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না’
নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৪, 2:25 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ অক্টোবর, ২০২৪, 2:25 PM

‘ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না’
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, “ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। ভাতের হোটেল থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না।” শনিবার রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম মল্লিক জানান, “ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি।” তিনি বলেন, “ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।”
ডিবির সদস্যদের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ ছাড়া দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দেন।
রেজাউল করিম মল্লিক জনগণের মধ্যে ডিবির ওপর আস্থা রাখার আহ্বান জানান।