৬ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র
১০ মার্চ, ২০২২, 1:32 PM

NL24 News
১০ মার্চ, ২০২২, 1:32 PM

৬ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন ইউক্রেন হামলায় গত দুই সপ্তাহে রাশিয়ার ৫ হাজার থেকে ৬ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। তারা বলছেন, নিহতের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে দেওয়া সহজ নয়।
মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রুশ সেনাদের মৃত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন।
তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন।
আর জাতিসংঘ গতকাল জানিয়েছে, এ পর্যন্ত ৪৭৪ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।