সংবাদ শিরোনাম
৬০ সন্তানের বাবা জান মুহাম্মাদ বললেন ‘স্ত্রীরা আরও চান’
০২ জানুয়ারি, ২০২৩, 9:50 PM

NL24 News
০২ জানুয়ারি, ২০২৩, 9:50 PM

৬০ সন্তানের বাবা জান মুহাম্মাদ বললেন ‘স্ত্রীরা আরও চান’
পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা সরদার হাজী জান মুহাম্মাদ খান দাবি করেছেন রোববার তিনি ৬০তম সন্তানের পিতা হয়েছেন। বিবিসিকে তিনি বলেছেন, এর মধ্যে পাঁচটি সন্তান মারা গেছে, বাকিরা সুস্থভাবে বেঁচে আছে।তবে তিনি এখুনি থেমে যাবেন না, আল্লাহ চাইলে তিনি আরও সন্তানের পিতৃত্ব চান। এজন্য সরদার জান মুহাম্মাদ খান চতুর্থ বিয়ের পরিকল্পনাও করেছেন।
পঞ্চাশ বছর বয়সী সরদার জান মুহাম্মাদ খান কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা এবং খালজি গোত্রের একজন সদস্য। তিনি একজন চিকিৎসক এবং ওই এলাকায় তার একটি ক্লিনিক আছে।
সম্পর্কিত