ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৫,  4:27 PM

news image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে পাঁচটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম ও কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছেন ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি।

শনিবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এর বেশিরভাগ প্রতিহত করলেও কিছু স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কুরেশি উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে গভীর রাতে হামলা চালিয়েছিল। ভোরেও হামলা অব্যাহত রাখে পাকিস্তানি বাহিনী।

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ এবং ভাতিন্ডার বিমানঘাঁটিতে আমাদের সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি করেছে।

উইং কমান্ডার ব্যোমিকা সিং দাবি করেন, ভারতীয় বাহিনী শত্রুর পক্ষ থেকে আসা এই হুমকিগুলো নিষ্ক্রিয় করেছে।

ভারত স্বীকার করা আগেই ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া তথ্য জানায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানায়, ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ চলছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো- ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ ও ফাতাহ-২। এসব প্রতিহত করতে পারেনি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী