ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

৫ নভেম্বরেই আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি!

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪,  12:30 PM

news image
ছবি: সংগৃহীত

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইনের সাথে টেলিফোনে আলাপের পর এই ইঙ্গিত দেন তিনি। 

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদীদকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মিকাতি বলেন, আজ হচস্টেইনের সাথে কথোপকথনে আমার মনে হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই, সম্ভবত ৫ নভেম্বরের আগে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব। হচস্টেইন এই বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন বলেও জানান তিনি।

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমও বুধবার জানান, গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে রাজি তাঁর দল। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রস্তাব পাননি বলে উল্লেখ করেন তিনি। নাজিব মিকাতি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি… সামনের কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই একটি যুদ্ধবিরতি করতে।

প্রধানমন্ত্রী মিকাতি আরও বলেন, হিজবুল্লাহ এখন আর লেবাননে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজার যুদ্ধবিরতির শর্তটি সামনে আনছে না। তবে দেরিতে এই মত পরিবর্তনের জন্য হিজবুল্লাহর সমালোচনাও করেন তিনি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল