আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, 12:30 PM
৫ নভেম্বরেই আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি!
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইনের সাথে টেলিফোনে আলাপের পর এই ইঙ্গিত দেন তিনি।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদীদকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মিকাতি বলেন, আজ হচস্টেইনের সাথে কথোপকথনে আমার মনে হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই, সম্ভবত ৫ নভেম্বরের আগে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব। হচস্টেইন এই বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন বলেও জানান তিনি।
হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমও বুধবার জানান, গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে রাজি তাঁর দল। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রস্তাব পাননি বলে উল্লেখ করেন তিনি। নাজিব মিকাতি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি… সামনের কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই একটি যুদ্ধবিরতি করতে।
প্রধানমন্ত্রী মিকাতি আরও বলেন, হিজবুল্লাহ এখন আর লেবাননে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজার যুদ্ধবিরতির শর্তটি সামনে আনছে না। তবে দেরিতে এই মত পরিবর্তনের জন্য হিজবুল্লাহর সমালোচনাও করেন তিনি।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।