৫০ ভাগ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স
০১ মে, ২০২২, 2:13 AM

NL24 News
০১ মে, ২০২২, 2:13 AM

৫০ ভাগ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স
অনলাইন ডেস্ক : শুক্রবার রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে ফ্রান্স তার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শতকরা ৫০ ভাগ চুল্লি বন্ধ করে দিয়েছে। দেশটিতে মোট ৫৬টি পরমাণু চুল্লি ছিল যার ২৮টি বন্ধ করা হয়েছে।
ইউরোপের ইতিহাসে যখন সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট চলছে তখন ফ্রান্স এই পদক্ষেপ নিল।
ফ্রান্স হচ্ছে ইউরোপের প্রধান বিদ্যুৎ রপ্তানিকারক দেশ। দেশটিতে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার তিন ভাগের দুই ভাগ পরমাণু কেন্দ্রগুলো থেকে আসে।
গতকাল শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত গোলফেচ-২ চুল্লিতে ক্ষয় দেখা দেয়ার পর তা বন্ধ করা হয়। এ চুল্লি থেকে ১৩০০ গোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। ধারণা করা হচ্ছে ইলেকট্রিসিটি ডি ফ্রান্স নামের চুল্লি পরিচালনাকারী কোম্পানিটি ইউরোপীয় গ্রিড থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যখন ইউরোপের বাজারে গ্যাসের বড় রকমের সংকট দেখা দিয়েছে তখন এই বিপর্যয়ের মুখে পড়ল ফ্রান্স।