২৭ বছরের ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব
১৬ নভেম্বর, ২০২৪, 12:42 PM

NL24 News
১৬ নভেম্বর, ২০২৪, 12:42 PM

২৭ বছরের ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব
হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে ২৭ বছর বয়সী ক্যারেলিন লেবিট।গতকাল শুক্রবার তার নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে চলেছেন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।
শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন।’